বিশ্বের সিনেমা ও বিনোদন জগতে চলমান জনপ্রিয়তা এবং আলোচনার ভিত্তিতে আন্তর্জাতিক চলচ্চিত্র ডাটাবেইস আইএমডিবি নিয়মিত প্রকাশ করে ‘টপ ৫০ মোস্ট পপুলার সেলিব্রিটি’ তালিকা। সম্প্রতি প্রকাশিত এই তালিকায় জায়গা করে নিয়েছেন বলিউড ও হলিউড দুই অঙ্গনে জনপ্রিয় প্রিয়াঙ্কা চোপড়া। তিনি রয়েছেন ২২ নম্বরে। তালিকায় তিনিই একমাত্র ভারতীয় তারকা।
প্রিয়াঙ্কার এই উত্থানের পেছনে রয়েছে দুইটি উল্লেখযোগ্য কারণ—‘হেডস অব স্টেট’ সিনেমায় তাঁর অভিনয় এবং রণবীর সিংয়ের সঙ্গে ‘ডন ৩’-এ যুক্ত হওয়ার সম্ভাবনা। গত ২ জুলাই অ্যামাজনে মুক্তি পাওয়া ‘হেডস অব স্টেট’ একটি অ্যাকশনধর্মী স্পাই-কমেডি চলচ্চিত্র, যেখানে প্রিয়াঙ্কার সহশিল্পী হিসেবে ছিলেন জন সিনা ও ইদ্রিস এলবা। সিনেমাটি আন্তর্জাতিকভাবে বেশ সাড়া ফেলেছে।

অন্যদিকে, ‘ডন ৩’ ছবিতে প্রিয়াঙ্কার যুক্ত হওয়ার খবর ভক্তদের মাঝে নতুন করে আগ্রহ সৃষ্টি করেছে। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে রণবীর সিংয়ের বিপরীতে তাকে দেখার প্রত্যাশা ক্রমেই বাড়ছে।
আইএমডিবির তালিকায় প্রথম স্থানে রয়েছেন ডেভিড কোরেন্সওয়েট, যিনি সম্প্রতি মুক্তিপ্রাপ্ত নতুন ‘সুপারম্যান’ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন। তাঁর পাশাপাশি দ্বিতীয় স্থানে আছেন সেই ছবির পার্শ্বচরিত্রে অভিনয় করা র্যাচেল ব্রসনাহান। অভিনেতা নিকোলাস হল্ট রয়েছেন তৃতীয় স্থানে এবং চতুর্থ স্থানে জনপ্রিয় পরিচালক জেমস গান। চমকপ্রদভাবে পঞ্চম স্থানে উঠে এসেছেন অভিনেত্রী ম্যাগি কিউ, যিনি ২০২৩ সালের ‘দ্য ফ্যামিলি প্ল্যান’-এর পর এবার একসঙ্গে দুটি সিরিজে অভিনয় করে আলোচনায় এসেছেন—‘বস: লিগ্যাসি’ ও ‘ব্যালাড’।
প্রিয়াঙ্কা চোপড়ার এই অর্জন শুধু বলিউডের জন্য নয়, বরং দক্ষিণ এশিয়ার তারকাদের গ্লোবাল পরিসরে গ্রহণযোগ্যতার প্রমাণ হিসেবেই দেখা হচ্ছে। এক সময়ের মিস ওয়ার্ল্ড বিজয়ী এই অভিনেত্রী ‘কোয়ান্টিকো’, ‘বেওয়াচ’, ‘দ্য হোয়াইট টাইগার’ সহ বহু আন্তর্জাতিক প্রজেক্টে কাজ করে এর আগেও বিশ্বের নানা আলোচনায় এসেছেন। তবে এবার তিনি যে ভিন্নধর্মী দুই দিক থেকে আলোচনার কেন্দ্রে এসেছেন—তা তাঁকে বিশ্বের জনপ্রিয় তারকাদের প্রথম সারিতে পৌঁছে দিয়েছে।
