ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ৮:২৯ অপরাহ্ন

এপেক্স স্পিনিংসহ দর বৃদ্ধির শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার (১৫ জুলাই)  দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে এপেক্স স্পিনিং মিলস লিমিটেড। এদিন কোম্পানিটির দর আগের দিনের  তুলনায়  ১১ টাকা ৪০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে।

আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১২৫ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মনোস্পুল বাংলাদেশ পিএলসির দর বেড়েছে আগের দিনের তুলনায়  ৯ টাকা ৫০ পয়সা  বা ৯.৯৮ শতাংশ।

আর  ৬ টাকা ৮০ পয়সা বা ৯.৮৮ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে এপেক্স ট্যানারি লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- তমিজ উদ্দিন টেক্সটাইলের ৯.৬২ শতাংশ, মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসির ৯.২৮ শতাংশ, বিডি অটোকার্সের ৭.৪৩ শতাংশ, জাহিন স্পিনিংয়ের ৭.৩৫ শতাংশ, সেনা ইন্স্যুরেন্স পিএলসি ৬.৩১ শতাংশ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ৬.১৫ শতাংশ, আইডিএলসি ফিন্যান্সের ৬.০৮ শতাংশ দর বেড়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন