ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ১০:৩৭ অপরাহ্ন

বড়পুকুরিয়ায় খনি কর্তৃপক্ষের প্রবেশ নিষেধে গ্রামবাসীর লাল পতাকা কর্মসূচি

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির ভূগর্ভ থেকে কয়লা উত্তোলনের ফলে ঘরবাড়ি ধসে পড়া, পানির স্তর নিচে নেমে যাওয়া ও ক্ষতিপূরণ না পাওয়ার প্রতিবাদে খনি কর্তৃপক্ষের অবাধ প্রবেশ ঠেকাতে লাল পতাকা কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

রোববার (১৩ জুলাই) সকাল ১১টায় বড়পুকুরিয়া কয়লাখনির পূর্ব পাশে হামিদপুর ইউনিয়নের চৌহাটি ও বাঁশপুকুর কাজিপাড়া সংলগ্ন অনধিগ্রহণকৃত জমিতে কয়েকশ’ নারী-পুরুষ একযোগে হাতে লাল পতাকা নিয়ে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

কৃষি ও বসতবাড়ি রক্ষা কমিটি এবং জীবন ও বসতভিটা রক্ষা কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক মাহমুদুন্নবী সোহান। বক্তব্য দেন আন্দোলন কমিটির উপদেষ্টা এস. এম. নুরুজ্জামান জামান, সদস্য সচিব সালমান মাহমুদ, সহ-সভাপতি মাহামুদুন্নবী মিলন, অর্থ উপদেষ্টা আতাউর রহমান, তুহিন প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, কয়লা উত্তোলনের সময় ডিনামাইট বিস্ফোরণের কারণে ঘরবাড়িতে ফাটল, পানির স্তর নিচে নেমে যাওয়া এবং টিউবওয়েলগুলো পানিশূন্য হয়ে পড়ার মতো পরিবেশগত বিপর্যয়ের মুখে পড়েছে স্থানীয়রা। দীর্ঘদিন ধরে প্রতিশ্রুতি দিলেও খনি কর্তৃপক্ষ যথাযথ ক্ষতিপূরণ দেয়নি।

এ কারণে এলাকাবাসী ঘোষণা দেন—ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত খনি কর্তৃপক্ষ এই জমিতে প্রবেশ করতে পারবে না। যদি কেউ লাল পতাকা টানানো এলাকাগুলোতে প্রবেশ করে, তাহলে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতির দায় সম্পূর্ণভাবে খনি কর্তৃপক্ষকে নিতে হবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ