ঢাকা, বুধবার, ৬ অগাস্ট ২০২৫, ৭:০৬ অপরাহ্ন

মতলবে গৃহবধূকে কুপিয়ে হত্যা: সেফটিক ট্যাংক থেকে লাশ উদ্ধার

চাঁদপুর মতলবে সেফটিক ট্যাংক থেকে লাশ উদ্ধার-যাযাদি
চাঁদপুরে মতলব দক্ষিণ উপজেলার উপাদি দক্ষিণ ইউনিয়নের শান্তিরবাজার এলাকায় একটি বাড়ির সেপটিক ট্যাংকি থেকে শুক্রবার রাতে ফাতেমা বেগম রুপালি ( ৩৯ ) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ ।

পুলিশ ও এলাকাবাসী জানান, নিহত রুপালি ওই ইউনিয়নের ঘোড়াধারী গ্রামের বাসিন্দা। তার ৪র্থ স্বামী জামাল গাজী ( ৪৭) এর বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার ঘেরামর্ধন গ্রামে ।

রুপালী ৫ সন্তানের জননী । তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার ৪র্থ স্বামী এ ঘটনার পর স্বামী পলাতক রয়েছে।

জানা যায়, বছর খানেক পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে ( ফেইসবুক) তাদের পরিচয় ও পরবর্তীতে বিবাহ হয়।

বিয়ের পর থেকেই তাদের মাঝে কলহ চলে আসছিল । এরই ধারাবাহিকতায় গত ১০ জুলাই বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি, ঝগড়া বিবাদ ও পরে হাতাহতির ঘটনা ঘটে।

ছেলে সোহান (১৫) এ সময় মা বাবাকে ধমক দেন। পরে সে ঘুমিয়ে পড়ে। শুক্রবার সকালে ঘুম থেকে উঠে তার মাকে দেখতে না পেয়ে চারদিকে খোঁজাখুজি করে।

এভাবে শুক্রবার সারাদিন চলে যায়। পরে শুক্রবার রাতে তার নানী মরিয়ম বেগম (৬৫) টয়লেটের সেফটি ট্যাংকির ঢাকনা খোলা দেখতে পায়।

সেখানেই সে তার মেয়ের রক্তাক্ত দেহ দেখে ডাকচিৎকার দেয়। আশপাশের লোকজন নিহতের লাশ দেখে পুলিশে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থল থেকে রাতেই নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় ।

এদিকে ওই দিন রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) মোঃ লুৎফর রহমান, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) খায়রুল কবির, মতলব দক্ষিন থানার ওসি সালেহ আাহাম্মদ ।

মতলব দক্ষিণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ জানান, স্থানীয়রা সেপটিক ট্যাংকিতে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তারা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে ।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ