ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ১০:২৬ অপরাহ্ন

আলিফ ইন্ডাস্ট্রিজের বন্ড ইস্যুর রিভিউ আবেদন বাতিল

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আলিফ ইন্ডাস্ট্রিজের বন্ড ইস্যুর রিভিউ আবেদন বাতিল করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলিফ ইন্ডাস্ট্রিজ ২০০ কোটি টাকার বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু বিএসইসি কোম্পানিটির এই রিভিউ আবেদন বাতিল করে দিয়েছে।

এর আগে কোম্পানিটি ৩০০ কোটি টাকার বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছিল। বিএসইসি গত বছরের ৮ অক্টোবর এই আবেদন বাতিল করে দেয়। এরপরে কোম্পানিটি বন্ডের সাইজ কমিয়ে ২০০ কোটি টাকা সংগ্রহের জন্য আবেদন করে। কিন্তু বিএসইসি সেই আবেদনও বাতিল করে দেয়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন