আগের ম্যাচের দৃষ্টিনন্দন জোড়া গোলের রেশ থাকতেই আবারও জোড়া গোল করলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকার কাঁধে ভর দিয়ে মেজর লিগ সকারে জয়ের ধারা অব্যহত রেখেছে ইন্টার মায়ামিও।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে স্বাগতিক নিউ ইংল্যান্ডকে তাদেরই মাঠে ২-১ গোলে হারিয়েছে মায়ামি।

প্রথমার্ধেই জোড়া গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় হাভিয়ের মাসচেরানোর দল। ম্যাচের ২৭তম মিনিটে প্রতিপক্ষের কাছ থেকে ডি বক্সে বল পেয়ে লক্ষ্যভেদ করতে ভুল করেননি মেসি। ১১ মিনিটের মাথায় অফসাইডের জাল ছিড়ে সের্হিও বুসকেতসের লম্বা বুদ্ধিদীপ্ত পাস ধরে এগিয়ে কোনাকুনি শটে ব্যবধান দ্বিগুণ করেন রেকর্ড আটবারের বর্ষসেরা ফুটবলার।
আসরে সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন মেসি। ১৫ ম্যাচে বিশ্বকাপজয়ী মহানায়কের গোল হলো ১৪টি, আছে ৭টি অ্যাসিস্টও। ১৬ গোল নিয়ে এবারের সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে স্যাম সারিজ। মেসির চেয়ে অবশ্য ৬ ম্যাচ বেশি খেলেছেন ন্যাশভিলের এই ইংলিশ ফরোয়ার্ড।
ম্যাচের ৮০তম মিনিটে নিউ ইংল্যান্ডের হয়ে একটি গোল শোধ দেন কার্লেস গিল। তবে স্বাগতিকরা গোল পেতে পারত আরও। গোলমুখে একের পর এক হোঁচট খায় দলটি। মায়ামি গোলরক্ষক অস্কার উস্তারিও ছিলেন তাদের সামনে চীনের প্রাচীর হয়ে। তাদের ৫টি শট রুখে দেন ৩৯ বছর বয়সী অভিজ্ঞ এই আর্জেন্টাইন গোলরক্ষক।

এই জয়ে পয়েন্ট তালিকার আরও এক ধাপ উপরে উঠল মায়ামি। ১৮ ম্যাচে ১০ জয় ও ৫ ড্রয়ে তাদের পয়েন্ট ৩৫। ২১ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে সিনসিনাটি।