ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ৯:২৯ পূর্বাহ্ন

এসইএমএল লেকচার ইক্যুায়িটি ফান্ডসহ দরপতনের শীর্ষে যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ৭৮টি বা ২০  শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ডের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ শেয়ারটির দর ১ টাকা ১০ পয়সা বা শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১২ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইয়াকিন পলিমার লিমিটেড। আজ কোম্পানিটির দর ৯০ পয়সা  বা ৬.০৮ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১৩ টাকা ৯০ পয়সা  লেনদেন হয়।

দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড। আজ শেয়ারটির দর ১ টাকা ৮০ পয়সা বা ৩.৭০ শতাংশ কমেছে।

দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- দেশ গার্মেন্টসের ৩.৩৫ শতাংশ, বিআইএফসির ৩.২৭ শতাংশ, ফার্স্ট ফিন্যান্সের ৩.২২ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ২.৯৯ শতাংশ, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের ২.৭০ শতাংশ, সোস্যাল ইসলামী ব্যাংকের ২.৪০ শতাংশ ও তসরিফা ইন্ডাস্ট্রিজের ২.৩৯ শতাংশ দর বেড়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন