ঢাকা, শনিবার, ২ অগাস্ট ২০২৫, ৭:২৮ অপরাহ্ন

ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠল চেলসি

নতুন ঠিকানায় আসার সপ্তাহখানেক পর প্রথমবার একাদশে সুযোগ পেয়েই নিজেকে প্রমাণ করলেন জোয়াও পেদ্রো। দুই অর্ধে করলেন চমৎকার দুটি গোল। ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সকে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠল চেলসি।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মঙ্গলবার আসরের প্রথম সেমি-ফাইনালে ২-০ গোলে জিতেছে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি। জোড়া গোলে ম্যাচের নায়ক পেদ্রো শৈশবের ক্লাবের বিপক্ষে গোল উদযাপন করেননি।

নতুন দলে যোগ দিয়েই জয়ের মধ্যমণি ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। তার গোলেই ম্যাচের ১৮তম মিনিটে চমৎকার বাঁকানো শটে এগিয়ে যায় চেলসি। ৫৬তম মিনিটে অসাধারণ নৈপুণ্যে দ্বিতীয় গোলটিও করেন পেদ্রো। এনসো ফের্নান্দেসের থ্রু বল ধরে, ডি-বক্সে ঢুকে জোরাল শট নেন ২৩ বছর বয়সী স্ট্রাইকার। বল ক্রসবারের নিচের দিকে লেগে ঠিকানা খুঁজে পায়।

একেবারে ছেড়ে কথা বলেনি চমক জাগিয়ে শেষ চারে উঠে আসা ফ্লুমিনেন্সও। তবে জালের দেখা পায়ননি থিয়াগো সিলভারা। শেষ দিকে রক্ষণে বেশি মনোযোগ দিয়ে স্পষ্ট ব্যবধানের জয় তুলে নিয়ে ফাইনালে ওঠার আনন্দে মাতে চেলসি।

আগামী রোববারের ফাইনালে তাদের প্রতিপক্ষ পিএসজি এ রিয়াল মাদ্রিদের মধ্যে দ্বিতীয় সেমি-ফাইনালের বিপজয়ী দল।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ