ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ৩:২৩ পূর্বাহ্ন

ডিএসইএক্স সূচক বেড়েছে ৮২ পয়েন্ট

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৮২ পয়েন্ট বেড়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে বড় ব্যবধানে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইতে ৫৭৩ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ৬৭ কোটি ২৭ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৫০৬ কোটি ১৮ লাখ টাকার।

সপ্তাহের প্রথম কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৮২  পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৭৬ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ৩৬ পয়েন্ট বেড়ে ১  হাজার ৮৭৩ পয়েন্টে  অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৫ দশমিক  ৭৯ পয়েন্ট বেড়েছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৭৮টির, দর কমেছে ৭৩টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৪৫টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক  ১৮৪ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ৪ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন