সদ্য বিদায়ী জুন মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিনিয়োগকারীদের সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিমসহ ৫ কোম্পানির শেয়ারে। ঘুরে ফিরে এই ৫ কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীরা বেশি লেনদেন করেছে।
কোম্পানিগুলো হচ্ছে- লাভেলো আইসক্রিম, ব্রাক ব্যাংক, বীচ হ্যাচারি, সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা এবং স্কয়ার ফার্মা লিমিটেড।
লাভেলো আইসক্রিম
খাদ্য ও আনুসঙ্গিক খাতের কোম্পানি লাভেলো আইসক্রিম ৩০ জুন, সোমবার ১৯ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। এদিন কোম্পানিটি ৩ হাজার ৫৬৫ বারে ১৯ লাখ ৮৯ হাজার ৭৮২টি শেয়ার লেনদেন করে।
এ ক্যাটাগরির কোম্পানিটি ২০২১ সাল থেকে বিনিয়োগকারীদের ধারাবাহিকভাবে নগদ লভ্যাংশ দিয়ে আসছে। ২০২৪ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস।

ব্রাক ব্যাংক
ব্যাংক খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান ব্রাক ব্যাংক পিএলসি জুন মাসের বেশিরভাগ সময় লেনদেনের শীর্ষ তালিকায় ছিল। গতকাল ৩০ জুন ব্যাংকটির ১৫ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্যাংকটি ১ হাজার ২৩৯ বারে ৩১ লাখ ৩ হাজার ৬৬টি শেয়ার লেনদেন করেছে।
এ ক্যাটাগরির কোম্পানিটি ২০২১ সাল থেকে বিনিয়োগকারীদের ধারাবাহিকভাবে ভালো লভ্যাংশ দিয়ে আসছে। ২০২৪ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে সাড়ে ১২ শতাংশ নগদ ও সাড়ে ১২ শতাংশ বোনাস।
সী পার্ল বীচ
ভ্রমণ-অবকাশ খাতের কোম্পানি সী পার্ল বীচ বর্তমানে বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় রয়েছে। গত ৩০ জুন কোম্পানিটি ১৫ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। এদিন কোম্পানিটি ১ হাজার ৮৩৬ বারে ২৭ লাখ ৯৭ হাজার ৫২৩টি শেয়ার লেনদেন করেছে।
‘বি’ ক্যাটাগরির সী পার্ল বীচ ২০২২ ও ২৩ সাল শেয়ারহোল্ডারদের ভালো লভ্যাংশ দিলেও ২০২৪ সালে কোম্পানিটির লভ্যাংশ কমে যায়। ওই বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৭ শতাংশ নগদ লভ্যাংশ দেয়।
বীচ হ্যাচারি
খাদ্য-আনুসঙ্গিক খাতের কোম্পানি বীচ হ্যাচারি বর্তমানে বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় রয়েছে। গত ৩০ জুন কোম্পানিটি ১৩ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। এদিন কোম্পানিটি ৩ হাজার ৮১৩ বারে ২৭ লাখ ৫৪ হাজার ৭০৬টি শেয়ার লেনদেন করেছে।
বীচ হ্যাচারি ২০২১ সাল থেকে শেয়ারহোল্ডারদের নামমাত্র লভ্যাংশ দিলেও ২০২৪ সালে কোম্পানিটির মুনাফঅয় উস্ফলন হয়। ওই বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়।
স্কয়ার ফার্মা
ওষুধ-রসায়ন খাতের কোম্পানি স্কয়ার ফার্মা পুঁজিবাজারে বড় মূলধনী কোম্পানি হিসেবে পরিচিত। ৩০ জুন কোম্পানিটি ১১ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। এদিন কোম্পানিটি ২ হাজার ৪২৮ বারে ৫ লাখ ৭৩ হাজার ৩৬টি শেয়ার লেনদেন করে।
এ ক্যাটাগরির কোম্পানিটি দীর্ঘদিন ধরে বিনিয়োগকারীদের ভালো লভ্যাংশ দিয়ে আসছে। সর্বশেষ ২০২৪ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে।


















