ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন

আজও দর বৃদ্ধির শীর্ষে ইসলামী ব্যাংক

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবারও (৩০ জুন)  দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এদিন কোম্পানিটির দর আগের দিনের  তুলনায় ৩ টাকা ৬০ পয়সা বা ৯.৭৬ শতাংশ বেড়েছে।

আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৪০ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মিডল্যান্ড ব্যাংকের দর বেড়েছে আগের দিনের তুলনায় ১ টাকা ৬০ পয়সা  বা ৬ দশমিক ৭২ শতাংশ।

আর ১ টাকা বা ৫.৫২ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে দেশবন্ধু পলিমার লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- রিলায়েন্স ইন্স্যুরেন্স ৫.৩২ শতাংশ, ইস্টার্ণ লুব্রিকেন্টস ৪.৯৯ শতাংশ, এশিয়াটিক ল্যারেটরিজ ৪.৮৬ শতাংশ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল পিএলসি ৪.৭৮ শতাংশ,এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৪.৪৪ শতাংশ, এম.এল ডাইং এবং ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ৪.৩৪ শতাংশ দর বেড়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন