ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ৬:২৮ অপরাহ্ন

শুরুতেই এবাদতের বিদায়

দুই উইকেট হাতে নিয়ে দিন শুরু করেছিল বাংলাদেশ। আশা ছিল নিদেনপক্ষে ২৫০ রানের, যা হলে কলম্বোর এই উইকেটে বেশ লড়াকু পুঁজিই হতে পারত। তবে দিনের শুরুতে এবাদতের বিদায়ে তা পড়ে গেছে ধোঁয়াশায়।

আগের দিনের বৃষ্টিতে খেলা হয়েছে ১৯ ওভার কম। সে ক্ষতি কিছুটা পুশিয়ে নিতে আজ খেলা শুরু হয় ১৫ মিনিট আগে।

দিনের শুরুতে বাংলাদেশকে দারুণ আশাই দেখিয়েছেন তাইজুল। তৃতীয় বলে মেরেছিলেন দৃষ্টিনন্দন এক চার। এরপর থেকে রান উঠেছে আর মোটে ৪টি।

এরপরই এবাদত বিদায় নিলেন। আসিথা ফার্নান্দোর ডেলিভারিটা নিচু হয়ে লাগে তার প্যাডে। তাতে রীতিমতো উদযাপনই শুরু করে দেন লঙ্কান বোলার। শেষে আপিল করতে আঙুল তুলে দেন আম্পায়ার।

তিনটি রিভিউ ছিল বাংলাদেশের। যা কাজে লাগাতে চেয়েছিলেন এবাদত হোসেন। রিভিউতে দেখা যায় বল পড়েছে অফ স্টাম্পের বাইরে, ইমপ্যাক্ট হয়েছে স্টাম্পের লাইনে, এরপর তা গেছে স্টাম্পে। তিনটি লাল সিগন্যাল মানে আউট, রিভিউটাও হারায় বাংলাদেশ।

২২৯ রানে বাংলাদেশ খুইয়ে বসে তাদের নবম উইকেট। ২৫০ রানকে এখন দূর আকাশের তারা বলেই মনে হচ্ছে বৈকি!

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ