ঢাকা, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫, ৯:৩৪ অপরাহ্ন

রিজেন্ট টেক্সটাইলসহ দরপতনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ১০৪টি বা ২৬ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে রিজেন্ট টেক্সটাইল লিমিটেডের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ শেয়ারটির দর  ১০ পয়সা বা ৩.২৩ শতাংশ কমেছে। এদিন ডিএসইতে শেয়ারটি সর্বশেষ ৩ টাকা  দরে লেনদেন হয়।

দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড । আজ কোম্পানিটির দর  ২০ পয়সা  বা ৬.২৫ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৩ টাকা লেনদেন হয়।

দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে রেনউইক যজ্ঞেশ্বর । আজ শেয়ারটির দর ৩৫ টাকা ১০ পয়সা বা ৫.৫০ শতাংশ কমেছে।

দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে প্যাসিফিক ডেনিমসের ৫.৪৫ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৫.২৬ শতাংশ, পিপলস লিজিংয়ের ৫.২৬ শতাংশ, জাহিন টেক্সটাইলের ৪.৭৬ শতাংশ, মেঘনা কনডেন্সড মিল্কের ৪.৪৯ শতাংশ, ফ্যামিলি টেক্সের ৪.৩৪ শতাংশ ও অলিম্পিক এক্সেসরিজের ৪.৩৪ শতাংশ দর কমেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন