ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ৫:৫৪ পূর্বাহ্ন

বাংলাদেশ দলে ফিরলেন নাঈম শেখ

আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ নাঈম শেখ খেলেছেন ২০২৩ সালের সেপ্টেম্বরে। এশিয়া কাপের সেই ম্যাচে নাঈম খেলেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে। অবশেষে সেই দলের বিপক্ষেই বাংলাদেশের জার্সিতে ফিরতে যাচ্ছেন এই বাঁহাতি ব্যাটার।

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে আজ ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আনুষ্ঠানিকভাবে ওয়ানডে অধিনায়ক হিসেবে লঙ্কা সিরিজে যাত্রা শুরু হচ্ছে মিরাজের। এই ওয়ানডে সিরিজ দিয়ে ২১ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন নাঈম।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের দল
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, নাঈম শেখ, তাসকিন আহমেদ, নাহিদ রানা, জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, লিটন দাস, শামীম হোসেন পাটোয়ারী, হাসান মাহমুদ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ