ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ৭:৩৭ অপরাহ্ন

যুদ্ধ আতঙ্কে বড় দরপতন পুঁজিবাজারে

আমেরিকা ইরানের পারমাণবিক স্থাপনায় জিবিইউ-৫৭ ম্যাসিভ অর্ডন্যান্স পেনিট্রেটর বোমা ফেলেছে। আর এর আঘাত যেন এসে লেগেছে বাংলাদেশের পুঁজিবাজারে। সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসই প্রধান মূল্য সূচক কমেছে ৭৬.৮০ পয়েন্ট। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, ইরানে আমেরিকার বোমা ফেলার ঘটনায় দেশের পুঁজিবাজারে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এই আতঙ্কের কারণেই আজ পুঁজিবাজারে বড় দরপতন দেখা গেছে। যা সারাদিন অব্যাহত ছিল।

রবিবার ডিএসইতে ২৭১ কোটি টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে  ৩৩ কোটি ২৯ লাখ টাকা কম লেনদেন হয়েছে। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৩০৫ কোটি  টাকার।

সপ্তাহের প্রথম কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স  ৭৬ পয়েন্ট কমে ৪ হাজার ৬৭৭ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ২৩ পয়েন্ট কমে ১  হাজার ৭৫৮ পয়েন্টে  অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ২১ পয়েন্ট কমেছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬টির, দর কমেছে ৩৬৫টির এবং দর অপরিবর্তীত রয়েছে ১৬টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই প্রধান সূচক সিএএসপিআই ৪৫ পয়েন্ট  কমেছে। এদিন সিএসইতে ১৮  কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন