শ্রীলঙ্কাকে দ্রুত থামিয়ে দেওয়ার আশায় চতুর্থ দিন শুরু বাংলাদেশের
বাংলাদেশের ৪৯৫ রানের প্রথম ইনিংসের জবাবে পাল্টা জবাব দিচ্ছে শ্রীলঙ্কাও। ১২৭ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিনের খেলা শুরু করেছে স্বাগতিকরা। বাংলাদেশের লক্ষ্য হচ্ছে তাদের দ্রুত গুটিয়ে ভালো লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা।

গতকাল লাহিরু উদারা ও পাথুম নিসাঙ্কার ৪৭ রানের ওপেনিং জুটি ভেঙে ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশ। উদারা ২৯ রানে ফিরলেও শ্রীলঙ্কা ঘুরে দাঁড়ায় নিসাঙ্কা ও দিনেশ চান্ডিমালের ব্যাটে। দুজনের ১৫৭ রানের জুটি ভাঙেন নাঈম। ৫৪ রানে চান্ডিমাল ফেরার পর নিসাঙ্কার সেঞ্চুরিতে দ্বিতীয় সেশনও নিজেদের নিয়ন্ত্রণে রাখে লঙ্কানরা। শেষ টেস্টে ম্যাথুজ লম্বা ইনিংসের আভাস দিলেও ব্যর্থ হন। ৩৯ রানে তিনি মুমিনুলের শিকার হন। ভাঙে নিসাঙ্কার সঙ্গে তার ৮৯ রানের জুটি। বিপরীতে শুরু থেকে লঙ্কানদের দিশা দেখাতে থাকেন মূলত ওপেনার পাথুম নিসাঙ্কা। তার ব্যাটেই পুরোটা দিন বাংলাদেশের ওপর ছড়ি ঘুরিয়েছে স্বাগতিকরা।
বাংলাদেশ দ্বিতীয় নতুন বল হাতে নিতেই বিপজ্জনক নিসাঙ্কাকে ১৮৭ রানে বোল্ড করেন হাসান মাহমুদ। বাকি সময় ইনিংস সামলান ধনাঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস।
৪ উইকেটে ৩৬৮ রান নিয়ে তারা চতুর্থ দিন শুরু করেছে। ধনাঞ্জয়া ১৭ ও কামিন্দু ৩৭ রানে অপরাজিত আছেন।

সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ৯৬ ওভারে ৩৭৭/৫ (কুশল ০*, কামিন্দু ৪২*; উদারা ২৯, চান্ডিমাল ৫৪, ম্যাথুজ ৩৯, নিসাঙ্কা ১৮৭, ডি সিলভা ১৯), শ্রীলঙ্কা ১১৮ রানে পিছিয়ে।
বাংলাদেশ প্রথম ইনিংসে ১৫৩.৪ ওভারে ৪৯৫/১০ (হাসান ৭*; তাইজুল ৭, জাকের ৮, নাঈম ১০, লিটন ৯০, এনামুল ০, সাদমান ১৪, মুমিনুল ২৯, শান্ত ১৪৮, মুশফিক ১৬৩, নাহিদ ০)