ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ৩৬টি বা ৯ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে শ্যামপুর সুগার মিলস লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ শেয়ারটির দর ২ টাকা ৭০ পয়সা বা ২.১৫ শতাংশ কমেছে। এদিন ডিএসইতে শেয়ারটি সর্বশেষ ১২২ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি। আজ কোম্পানিটির দর ১ টাকা বা ৩.২৯ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২৯ টাকা ৪০ পয়সা লেনদেন হয়।
দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। আজ শেয়ারটির দর ১ টাকা ৫০ পয়সা বা ৩ শতাংশ কমেছে।

দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ন্যাশনাল ব্যাংক ২.৭০ শতাংশ, আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ২.৬৩ শতাংশ, জাহিন টেক্সটাইল ২.৩২ শতাংশ,ইউনিলিভার কনজিউমার ২.১৯ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্স ২.১৭ শতাংশ, আইসিবি থার্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ড ২.১২ শতাংশ ও ন্যাশনাল ফিড মিলের ১.৮৫ শতাংশ দর কমেছে।