ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ১১:৩৮ অপরাহ্ন

কিশোর-লিজার গানের প্রশংসা করলেন রুনা লায়লা

ঈদ উপলক্ষে কিশোর দাশের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় তার কথা, সুর ও সঙ্গীতে কিশোর ও লিজার গাওয়া মৌলিক গান ‘ও প্রিয় ভালোবাসা নিও’। গানটি প্রকাশের পর কিশোর সাহস করে সেটি পাঠান উপমহাদেশের কিংবদন্তি শিল্পী রুনা লায়লাকে। কিশোরের বিশ্বাস ছিল, এই গানটি রুনা লায়লার ভালো লাগবে।

গানটি শোনার কিছু সময় পরই রুনা লায়লা কিশোরকে একটি হোয়াটসঅ্যাপ বার্তা পাঠান, যেখানে তিনি বলেন, ‘‘খুব সুন্দর কম্পোজিশন আর খুব ভালো গান। আমাদেরও একসাথে একটি গান হওয়া উচিত। চলো, একসাথে একটা গান করি।’’ এই মেসেজ পেয়ে কিশোর দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেন এবং অনুমতি নিয়ে তা ফেসবুকে শেয়ার করেন।

রুনা লায়লা পরে বলেন, ‘‘কিশোর তো তার সঙ্গীত জীবনের শুরুতে আমার সঙ্গে একটি সিনেমাতে ডুয়েট গান করেছিল। কিশোর ভালো গায়। এরপর আমার ৭০তম জন্মদিনে আমারই সুর করা একটি গানও গেয়েছিল। ও প্রিয় ভালোবাসা নিও গানটির কম্পোজিশন আমার ভালো লেগেছে। আর লিজাও খুব ভালো গায়। তার গলাটাও বেশ পরিষ্কার। দুজনের জন্যই শুভ কামনা।’’

লিজা জানান, ‘‘শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডাম আমার গানের অনুপ্রেরণা। তিনি আমাদের গানটি পছন্দ করেছেন- এটাই অনেক বড় প্রাপ্তি। আমার তো মনে হয় এই গানের আর কোনো অ্যাওয়ার্ডের প্রয়োজন নেই। এই স্বীকৃতিই সব কিছুর ঊর্ধ্বে।’’

এই গানটির জন্য ইতিমধ্যেই কিশোর ও লিজা শ্রোতাদের পাশাপাশি মিডিয়ার অনেকের প্রশংসা পেয়েছেন। ভবিষ্যতে তারা আরও একাধিক মৌলিক গান করার পরিকল্পনা করছেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ