ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ২:৩১ পূর্বাহ্ন

ঈদে বিটিভিতে শিশুদের জন্য ৪ বিশেষ অনুষ্ঠান

ঈদ-উল-আযহা উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পর্দায় শিশুদের জন্য থাকছে চারটি বিশেষ অনুষ্ঠান। প্রতিটি অনুষ্ঠানেই রয়েছে নাচ, গান, গল্প, পাপেট, যাদু, নাটিকা ও শিক্ষণীয় বার্তা। কোরবানির ঈদের ত্যাগ ও মহিমা সম্পর্কে শিশুদের সচেতন করতেই আয়োজনগুলো সাজানো হয়েছে আনন্দ ও শিক্ষার সংমিশ্রণে।

ঈদের দিন:

ঈদে আসছে জোভান-তটিনী অভিনীত ‘তবুও মন’
সকাল ৮টা ৪৫ মিনিটে প্রচারিত হবে ‘চাঁদের হাসি’। আফরোজা সুলতানার প্রযোজনায় এবং রামিসা ও আরশের উপস্থাপনায় সাজানো এই অনুষ্ঠানে থাকবে নাচ, গান, কমেডি, কবিতা, যন্ত্রসংগীত এবং দর্শনীয় স্থান ভ্রমণের উপস্থাপন।

ঈদের ২য় দিন: একই সময় সকাল ৮টা ৪৫ মিনিটে প্রচারিত হবে ‘ঈদ সূর্যমুখী’। শরিফা আখতার রুবীর প্রযোজনায় এবং উর্বি ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানটিতে পাপেটদের সঙ্গে গল্প বলার পাশাপাশি শিশুদের অংশগ্রহণে থাকবে নৃত্য পরিবেশনা।

ঈদের ৩য় দিন: সকাল ৮টায় প্রচারিত হবে ‘ঈদ আনন্দ’। জান্নাতুল ফেরদৌসের প্রযোজনায় এবং জুনাইরা নূরের উপস্থাপনায় এই অনুষ্ঠানে থাকবে দলীয় কবিতা, গান, নাচ, যন্ত্রসংগীত, যাদু পরিবেশনা এবং কোরবানির ত্যাগ নিয়ে আলোচনা।

এছাড়া ঈদের দিন থেকে ঈদের ৩য় দিন পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা ৪০ মিনিটে প্রচার হবে জনপ্রিয় শিশু অনুষ্ঠান ‘ঈদের হাওয়া সিসিমপুরে’। ইয়াসির আরাফাতের প্রযোজনায় তিন পর্বের এই অনুষ্ঠানের প্রতিটি পর্বই ফুর্তি, সংকল্প এবং আত্মবিশ্বাস- এই তিনটি বিষয়ে নির্মিত। সিসিমপুরের পরিচিত চরিত্ররা শিশুদের আনন্দ দেওয়ার পাশাপাশি দেবে অনুপ্রেরণা ও ইতিবাচক বার্তা।

বাংলাদেশ টেলিভিশনের এই চারটি অনুষ্ঠান শিশুদের ঈদ আনন্দকে রাঙিয়ে তুলবে বলে আশা করছেন প্রযোজক ও উপস্থাপকরা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ