বাড়ির ওয়াই-ফাই পাসওয়ার্ডটি মনে রাখা কখনো কখনো ঝামেলার মনে হতে পারে, বিশেষ করে যখন সেটি বড় ও জটিল হয়। ফলে অনেক সময় বাসায় অতিথি এসে পাসওয়ার্ড চাইলে বিব্রতকর অবস্থায় পড়তে হয়।
বাড়ির ওয়াই-ফাই পাসওয়ার্ডটি মনে রাখা কখনো কখনো ঝামেলার মনে হতে পারে, বিশেষ করে যখন সেটি বড় ও জটিল হয়। ফলে অনেক সময় বাসায় অতিথি এসে পাসওয়ার্ড চাইলে বিব্রতকর অবস্থায় পড়তে হয়। তবে প্রযুক্তির অগ্রগতির কারণে সহজ, দ্রুত ও নিরাপদ উপায়ে ডিভাইস থেকে ডিভাইসে ওয়াই-ফাই পাসওয়ার্ড শেয়ার করা সম্ভব। এক্ষেত্রে পাসওয়ার্ড মুখস্থ না থাকলেও অতিথিরা অনায়াসে ইন্টারনেটে সংযুক্ত হতে পারবে—

কিউআর কোড: অনেকেই জানবেন, ওয়াই-ফাই পাসওয়ার্ড শেয়ার করার সহজতম উপায়গুলোর একটি হলো কিউআর কোড। এ পদ্ধতি অ্যান্ড্রয়েড ও আইফোন উভয় ডিভাইসেই কাজ করে এবং এতে পাসওয়ার্ড মনে রাখতে বা টাইপ করতে হয় না। অ্যান্ড্রয়েড ১০ বা এর নতুন সংস্করণ চালিত ফোনে সুবিধাটি সাধারণত আগে থেকেই থাকে। এক্ষেত্রে যে ওয়াই-ফাই নেটওয়ার্কটি শেয়ার করতে চান, প্রথমে তাতে সংযুক্ত হতে হবে। এরপর নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে— সেটিংসে গিয়ে ‘নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেটে’ ট্যাপ করতে হবে। এরপর ইন্টারনেট অপশনে প্রবেশ করে যে ওয়াই-ফাই নেটওয়ার্ক ডিভাইসে সংযুক্ত আছে, তার পাশে থাকা সেটিংস আইকনে ট্যাপ করতে হবে। এবার শেয়ার অপশনটি চাপুন, এক্ষেত্রে ফেস বা ফিঙ্গারপ্রিন্ট আনলক দিতে হতে পারে। এখন একটি কিউআর কোড দেখাবে, অন্য ফোনে সেটি স্ক্যান করলেই ইন্টারনেটে সংযুক্ত হওয়া যাবে।
যদি কিউআর কোড স্ক্যান না হয়, তাহলে এর পাশাপাশি পাসওয়ার্ডও দেখা যাবে। এক্ষেত্রে ম্যানুয়ালি টাইপ করেও সংযুক্ত হওয়া যাবে।
অ্যান্ড্রয়েডে কুইক শেয়ার: অ্যান্ড্রয়েড ডিভাইসে ওয়াই-ফাই পাসওয়ার্ড শেয়ারের আরেকটি দ্রুত পদ্ধতি হলো ‘কুইক শেয়ার’। এটি ফোনের বিল্ট-ইন ফিচার, যা ওয়্যারলেস প্রযুক্তি ব্যবহার করে পিয়ার-টু-পিয়ার তথ্য শেয়ার করতে সাহায্য করে। যেমন পিক্সেল ৭এ মডেলে (অ্যান্ড্রয়েড ১৫) এ অপশন ওয়াই-ফাই কিউআর কোডের সঙ্গেই থাকে। এটি চালু করতে সেটিংস থেকে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট অপশন নির্বাচন করতে হবে। এবার ইন্টারনেট অপশনে গিয়ে ডিভাইসে সংযুক্ত ওয়াই-ফাই নেটওয়ার্কের পাশে থাকা সেটিংস আইকনে ট্যাপ করতে হবে। এখন শেয়ার অপশনে চাপতে হবে।

তবে ফিচারটি কেবল অ্যান্ড্রয়েড থেকে অ্যান্ড্রয়েড ডিভাইসের মধ্যেই কাজ করে। আইফোন বা কম্পিউটারে নয়।
অন্যদিকে আইফোনেও একটি সহজ ওয়াই-ফাই শেয়ারিং ফিচার রয়েছে। যখন আশপাশে কেউ ওয়াই-ফাইয়ে যুক্ত হতে চায়, তখন স্ক্রিনে একটি পপআপ আসে। অনুমতি দিলে ওই ব্যবহারকারী পাসওয়ার্ড ছাড়াই নেটওয়ার্কে যুক্ত হতে পারে। তবে এ সুবিধা ব্যবহারের জন্য কিছু শর্ত মানতে হয়, যেমন পাসওয়ার্ড দেয়া ও নেয়া উভয়ের ফোনে একে অন্যের কনট্যাক্ট সেভ থাকতে হবে, সেই সঙ্গে অ্যাপল আইডি ও ই-মেইল অ্যাড্রেসও। ফিচারটি খুবই সহজ ও স্বয়ংক্রিয়, তবে নির্দিষ্ট কিছু সেটিংস না থাকলে এটি কাজ করে না।
গেস্ট নেটওয়ার্ক তৈরি: বাড়ির ওয়াই-ফাই আরো নিরাপদ রাখতে তৈরি করা যেতে পারে একটি আলাদা গেস্ট নেটওয়ার্ক। ফলে মূল ওয়াই-ফাই পাসওয়ার্ড ছাড়াই অতিথিরা ইন্টারনেট ব্যবহারের সুযোগ পায়। এক্ষেত্রে মূল রাউটারের মধ্যেই আলাদা একটা নেটওয়ার্ক তৈরি করা হয়। চাইলে গেস্ট নেটওয়ার্কে আলাদা পাসওয়ার্ডও দেয়া যায়। আজকাল বেশির ভাগ রাউটারেই এ গেস্ট নেটওয়ার্ক বা মাল্টিপল এসএসআইডি তৈরির সুবিধা থাকে। মেকইউজঅব অবলম্বনে