ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন

টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনতি

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হার। এবার পাকিস্তানের কাছেও এক ম্যাচ হাতে রেখে টি-টোয়েন্টি সিরিজে হারলো বাংলাদেশ। ২০ ওভারের ক্রিকেটে বাজে পারফরম্যান্সের প্রভাব পড়লো আইসিসি র‌্যাঙ্কিংয়েও। আরও এক ধাপ নিচে নেমেছে লিটন দাসের দল। এখন তাদের অবস্থান ১০ নম্বরে।

টানা চার টি-টোয়েন্টি ম্যাচে হেরে বাংলাদেশের রেটিং পয়েন্ট ২২৫ থেকে কমে ২১৯। তারা পড়ে গেছে আফগানিস্তানের পেছনে। ২২৩ পয়েন্ট নিয়ে নবম স্থানে আফগানরা। বাংলাদেশ আয়ারল্যান্ডের (২০২) ওপরে।

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। তাদের রেটিং ২৭১। এরপরের স্থানে রয়েছে যথাক্রমে অস্ট্রেলিয়া (২৬২), ইংল্যান্ড (২৫৪), নিউজিল্যান্ড (২৪৯), ওয়েস্ট ইন্ডিজ (২৪৬), দক্ষিণ আফ্রিকা (২৪৫) ও শ্রীলঙ্কা (২৩৫)। পাকিস্তানের রেটিং পয়েন্ট বেড়ে ২২৯ হলেও আগের মতো আট নম্বরে তারা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ