ঢাকা, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫, ৫:৩০ পূর্বাহ্ন

ব্যবসায়ীর বাড়িতে মিললো ১৮ হাজার কেজি সরকারি চাল

জামালপুরের ইসলামপুর উপজেলায় হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত সরকারি ভিজিডির ৬০৩ বস্তা চাল অবৈধভাবে মজুতের অভিযোগে জব্দ করেছে যৌথ বাহিনী। জব্দ হওয়া প্রতিটি বস্তায় ৩০ কেজি করে মোট ১৮ হাজার ৯০ কেজি চাল রয়েছে।

শুক্রবার (৩০ মে) রাতে ইসলামপুর সদর ইউনিয়নের কাঁচিহারা মধ্যপাড়া গ্রামে আনোয়ার নামে এক চাল ব্যবসায়ীর বাড়ি থেকে এসব চাল জব্দ করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেজোয়ান ইফতেকারের উপস্থিতিতে যৌথ বাহিনীর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আজগর আলীর ছেলে আনোয়ার হতদরিদ্রদের মাঝে বিতরণ করা চালসহ সরকারের বিভিন্ন খাদ্যবান্ধব কর্মসূচির চাল ক্রয়-বিক্রয় করে আসছিল। ওই দিন সদর ইউনিয়নের বরাদ্দকৃত ভিজিডি চাল কালোবাজারি করার জন্য তার বসতঘরে মজুত রাখা হয়েছিল। খবর পেয়ে অভিযানে নামে যৌথ বাহিনী। পরে তার বাড়ি থেকে ৬০৩ বস্তা চাল জব্দ করা হয়। প্রতি বস্তায় ৬০৩ কেজি করে মোট ১৮ হাজার ৯০ কেজি চাল রয়েছে। এসব বস্তায় খাদ্য অধিদপ্তরের ভিজিডি কার্ডের সিল দেওয়া ছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে ৬০৩ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। সেখানে যাচাই-বাছাই শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, সেনাবাহিনীর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। এ ঘটনায় বাড়ির মালিক আনোয়ারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ