ঢাকা, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫, ৭:০১ অপরাহ্ন

রিপাবলিক ইন্স্যুরেন্সর বীমা ও শ্রম আইন লংঘনের অভিযোগ

পুঁজিবাজারে তালিকাভুক্ত রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার ধারণ নিয়ে বিমা আইন লঙ্ঘনের অভিযোগ পেয়েছে নিরীক্ষক। একইসাথে কোম্পানিটির বিরুদ্ধে শ্রম আইনেরও লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে।

কোম্পানিটির সর্বশেষ ২০২৪ সালের আর্থিক হিসাব নিরীক্ষায় এই অনিয়ম খুঁজে পেয়েছে বলে জানিয়েছে নিরীক্ষক।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

নিরীক্ষক জানিয়েছেন, বিমা আইন ২০১০ এর ধারা ২১ এর সিডিউল ১ অনুযায়ী প্রতিটি সাধারণ বিমা কোম্পানিতে উদ্যোক্তা/পরিচালকদের অবশ্যই কমপক্ষে ৬০ শতাংশ মালিকানা থাকতে হবে। তবে রিপাবলিক ইন্স্যুরেন্সের এ মালিকানার হার ৪০.৪৮ শতাংশ রয়েছে।

এদিকে রিপাবলিক ইন্স্যুরেন্সে ২০১৪ সাল থেকে ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড (ডব্লিউপিপিএফ) গঠন করা হয় বলে জানিয়েছেন নিরীক্ষক। কিন্তু ২০০৬ সালের শ্রম আইনের ২৩২ ধারা অনুযায়ী, অর্থবছর শেষ হওয়ার ৯ মাসের মধ্যে ফান্ড বিতরণের বিধান রয়েছে। তবে ওই ফান্ড কর্মীদের মধ্যে বিতরণ না করে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছেন বিমা কোম্পানি কর্তৃপক্ষ।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ