ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রবিবার (১৭ মে) দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড। এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ২ টাকা ৭০ পয়সা বা ৯.৭১ শতাংশ বেড়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সিটি ইন্স্যুরেন্সে পিএলসির দর বেড়েছে আগের দিনের তুলনায় ৩ টাকা ১০ পয়সা বা ৭ দশমিক ৯১ শতাংশ।
আর ৬১ টাকা ৯০ পয়সা বা ৭.৫০ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে বাটা সু কোম্পানি লিমিটেড।
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-িএইচ.আর টেক্সটাইল ৬.৫৭ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্স ৫.৭৯ শতাংশ, শাইন পুকুর সিরামিকস ৪.২৫ শতাংশ, ফনিক্স ইন্স্যুরেন্সের ৪.১৮ শতাংশ, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৩.৮৭ শতাংশ, রহিম টেক্সটাইলের ২.৮৯ শতাংশ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ২.৭৩ শতাংশ দর বেড়েছে।
