ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ৮:১৮ অপরাহ্ন

সিটি ইন্স্যুরেন্সসহ দর বৃদ্ধির শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (১৪ মে)  লেনদেনে অংশ নেওয়া ৬১টি বা ১৫ শতাংশ কোম্পানির দর বেড়েছে। আজ সবচেয়ে বেশি দর বেড়েছে  সিটি ইন্স্যুরেন্স পিএলসির ।

এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায়  ৩ টাকা ৩০ পয়সা  বা ৯.৯১  শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের দর বেড়েছে আগের দিনের তুলনায় ৩০ পয়সা বা ৭.৫০ শতাংশ।

আর ৪ টাকা ৭০ পয়সা  বা ৫,৯৯ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসি।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ওয়াইম্যাক্স ইলেকট্রেডস ৫.৭৬ শতাংশ, বসুন্ধরা পেপার মিলসের ২.৬৪ শতাংশ, ফাইন ফুডসের ২.৬৩ শতাংশ, ইস্টার্ণ ইন্সুরেন্সের ২.৫ শতাংশ, বিডি মনোস্পুলের ১.৯৩ শতাংশ, বারাকা পাওয়ারের ১.৮১ শতাংশ ও রহিম টেক্সটাইলের ১.৪৮ শতাংশ দর বেড়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন