ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ৯:৩১ অপরাহ্ন

বে-লিজিংসহ দরপতনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে   (ডিএসই) সোমবার ১৬০টি বা ৪০ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ শেয়ারটির দর দশমিক ২০ পয়সা বা ৩.৫১ শতাংশ কমেছে। এদিন ডিএসইতে শেয়ারটি সর্বশেষ ৫ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বারাকা পাওয়ার লিমিটেড। আজ কোম্পানিটির দর ৮০ পয়সা  বা ৬.৪০ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১১ টাকা ৭০ পয়সা লেনদেন হয়।

দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স লিমিটেড। আজ শেয়ারটির দর ২০ পয়সা বা ৬.২৫ শতাংশ কমেছে।

দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে মেট্রো স্পিনিং ৫.৩৫ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটাল ৪.৪৪ শতাংশ, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স ৪.৩৬ শতাংশ, তসরিফাশাইনপুকুর সিরামিকস ৪.১০ শতাংশ, জিএসপি ফিন্যান্স ৪ শতাংশ, তসরিফা ইন্ডাস্ট্রিজ ৩ শতাংশ ও এস.আলম কোল্ড রোল্ড স্টিল ৩.৯৪ শতাংশ দর কমেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন