ঢাকা, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫, ৫:০০ পূর্বাহ্ন

সূচকের উত্থানে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির দর বেড়েছে। এদিন বেলা ১২টা ১০ মিনিট পরযন্ত ডিএসইতে ৩০২ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, মঙ্গলবার লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৮৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার  ১০০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৪১ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৯৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে  ১৭৪টির, দর কমেছে  ১৫৭টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৪টির।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন