ঢাকা, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫, ১০:১০ অপরাহ্ন

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে ১০০ কোটি টাকার লেনদেন

সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ১০০ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যার মধ্যে ব্লক মার্কেটের শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ৭৮ কোটি ৭ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত সপ্তাহে ব্লক মার্কেটে এসিআই ২৯ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার শীর্ষে রয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ড ৭ কোটি ৭  লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ফাইন ফুডস ৬ কোটি ৩৭ লাখ  টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা সেরা কোম্পানিগুলোর মধ্যে মিডল্যান্ড ব্যাংক ৬ কোটি ২৮ লাখ, লাভেলো আইসক্রিম ৫ কোটি ৮৭ লাখ, বীচ হ্যাচারি ৫ কোটি ৬৭ লাখ, ব্রাক ব্যাংক ৫ কোটি ২৯ লাখ, রেনাটা ৫ কোটি ১৩ লাখ, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের ৩ কোটি ৫৯ লাখ ও প্রিমিয়ার সিমেন্টের ৩ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন  হয়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন