বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। সপ্তাহের ব্যাবধানে ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসই এক্স কমেছে ১০৭.৯ পয়েন্ট বা ২.০৭ শতাংশ। সপ্তাহের ব্যাবধানে কমেছে ডিএসইতে টাকার অংকে লেনদেনও।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে ডিএসইতে ১ হাজার ৫৯৬ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৪৩৬ কোটি ৩৭ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৮৪০ কোটি ২০ লাখ টাকার লেনদেন কমেছে।
এদিকে সপ্তাহের ব্যবধানে কমেছে ডিএসই মূল্য সূচক। ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ১০৭ দশমিক ৯ পয়েন্ট বা ২ দশমিক ০৭ শতাংশ কমে ৫ হাজার ৯৭ পয়েন্টে অবস্থান করছে।
বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৫২.৫১ পয়েন্ট কমে ১ হাজার ৮৭৫ পয়েন্টে অবস্থান করছে।

সপ্তাহের ব্যবধানে কমেছে ডিএসই এস বা শরীয়াহ সূচক। সূচকটি ২৯ দশমিক ২৫ পয়েন্ট কমে ১ হাজার ১৪৩ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৭টির, কমেছে ২৯৯টির এবং অপরবর্তিত রয়েছে ২০টির।
এদিকে কমেছে ডিএসইর বাজার মূলধন।চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭০ হাজার ৫৩৬ কোটি ২৩ লাখ টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৬ লাখ ৭১ হাজার ৬৪৩ কোটি ৮১ লাখ টাকা।সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে দশমিক শতাংশ বা ১ হাজার ১০৭ কোটি ৫৭ লাখ টাকা।