দেশের ক্যান্সার চিকিৎসায় শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ডেল্টা হাসপাতাল লিমিটেড-এ সফলভাবে আরও একটি সর্বাধুনিক নতুন মডেলের ব্রেকিথেরাপি(এইচডিআর) ট্রিটমেন্ট চালু করা হয়েছে । আজ ১২ এপ্রিল, শনিবার ডেল্টা হাসপাতালে ব্রেকিথেরাপি সেবা চালু করা হয়।
ডেল্টা হাসপাতাল সূত্র জানায়, এই আধুনিক থেরাপি তাদের চিকিৎসা সেবায় একটি নতুন মাত্রা যোগ করবে এবং অনেক রোগীর জন্য এটি হবে আশার আলো। এই নতুন যাত্রা ডেল্টা হাসাপালের সেবার মান আরও উন্নত করবে এবং অনেক মানুষের সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসময় বিশেষভাবে উপস্থিত ছিলেন ডেলটা হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নূরুল হুদা এবং হাসপাতাল পরিচালক ডাঃ এ কে এম খায়রুল আনাম চৌধুরী, প্রধান অর্থকর্মকর্তা আব্দুল জলিল মিয়া এফসিএমএ, অনকোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ কাজী মনজুর কাদের, অনকোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডাঃ মোঃ দায়েম উদ্দিন।
এছাড়াও উপস্থিত চিলেন ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার এবং অভিজ্ঞ মেডিকেল টেকনোলজিস্ট।
