ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)বুধবার মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ লেনদেনের প্রথম ঘণ্টায় বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে। আলোচ্য সময়ে ডিএসইতে ১১৭ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বুধবার লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২১৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৭৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৩৬ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৩০টির, দর কমেছে ৭০টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৮০টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। আলোচ্য সময়ে সিএসইতে ২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
