ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার ২৬২টি বা ৬৬ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে বীচ হ্যাচারি লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ শেয়ারটির দর ১০ টাকা ২০ পয়সা বা ৯.২৭ শতাংশ কমেছে। এদিন ডিএসইতে শেয়ারটি সর্বশেষ ৯৯ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেড। আজ শেয়ারটির দর ৫ টাকা ৪০ পয়সা বা ৮.১৭ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৬০ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে হামিদ ফেব্রিক্স পিএলসি। আজ শেয়ারটির ৮০ পয়সা বা ৭.৪১ শতাংশ কমেছে।

দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ৭.৩২ শতাংশ, নিউ লাইন ক্লোথিংসের ৭.২১ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৭.১৪ শতাংশ, ড্রাগন সোয়েটারের ৭.০১ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৬.৮২ শতাংশ, ভিএফএস থ্রেড ডাইংয়ের ৬.৮১ শতাংশ ও মুন্নু ফেব্রিক্সের ৬.৬৬ শতাংশ দর কমেছে।