উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে বিশ্রামে থাকা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে।
পারিবারিক সূত্রের বরাত দিয়ে এই খবর ছেপেছে বাংলাদেশের বেশ কয়েকটি গণমাধ্যম।

সেখানে বলা হয়েছে, তামিমের সিঙ্গাপুরের ভিসা ও বিমানের টিকেট চূড়ান্ত। আগামী সোমবার সিঙ্গাপুরের একজন অভিজ্ঞ হৃদরোগ বিশেষজ্ঞের সঙ্গে দেখা করবেন তামিম। সেখানে পরামর্শ নেওয়ার পাশাপাশি করাবেন শরীরের পূর্ণাঙ্গ স্বাস্থ্যপরীক্ষাও।
শুরুতে তামিমের থাইল্যান্ড যাওয়ার কথা থাকলেও পরিবারের সিদ্ধান্তে গন্তব্য বদলে গেছে।
গত ২৪ মার্চ ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন বুকে ব্যথা নিয়ে পাশের কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজে ভর্তি হন তামিম। এনজিওগ্রামে হার্টে ব্লক ধরা পড়ে। অবস্থা সংকটাপন্ন বিবেচনায় সেখানেই হার্টে রিং পরানো হয়।

এরপর সেখান থেকে নেওয়া যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। চার দিন পর বাসায় ফিরে রয়েছেন পূর্ণ বিশ্রামে।