ঢাকা, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫, ১১:৫৮ অপরাহ্ন

সাপ্তাহিক রিটার্নে ৮ খাতে দরপতন

সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ৮ খাতে দরপতন হয়েছে। এর ফলে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৮ খাতের কোম্পানিতেই বিনিয়োগকারীদের লোকসান গুনতে হয়েছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচিত সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে পেপার অ্যান্ড প্রিন্টিং খাতে। এই খাতে ১.৭৪ শতাংশ দর কমেছে। আইটি খাতে দশমিক ৮৪ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

তালিকার তৃতীয় স্থানে থাকা বস্ত্র খাতে দশমিক ৭৬ শতাংশ দর কমেছে।

এছাড়া তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে পাট খাতে দশমিক ৫৫ শতাংশ, ভ্রমণ অবকাশ খাতে দশমিক ৪১ শতাংশ, প্রকৌশল খাতে দশমিক ২৭ শতাংশ, সিরামিক খাতে দশমিক ০.০২ শতাংশ ও জ্বালানি-বিদ্যুৎ খাতে দশমিক ০.০২ শতাংশ দর কমেছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন