ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ১০:২৯ অপরাহ্ন

পদ্মা ইসলামী লাইফসহ দরপতনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)মঙ্গলবার  ৯৭টি বা ২৪  শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ শেয়ারটির দর ১ টাকা ২০ পয়সা বা ৪.৮০ শতাংশ কমেছে। এদিন ডিএসইতে শেয়ারটি সর্বশেষ ২৩ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে শাইনপুকুর সিরামিকস। আজ কোম্পানিটির দর ১ টাকা ২০ পয়সা বা ৪ শতাংশ ৭৮ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২৩ টাকা ৯০ পয়সা  দরে লেনদেন হয়।

দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। আজ শেয়ারটির ১৯ টাকা ৩০ পয়সা বা ৪.৬৬ শতাংশ কমেছে।

দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে বসুন্ধরা পেপার মিলসের ৪.৬২ শতাংশ, ন্যাশনাল ফিড মিলের ৪.৩৪ শতাংশ, ইস্টার্ণ লুব্রিকেন্টসের ৪.০৯ শতাংশ, ক্রাউন সিমেন্টের ৪.০৬ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৪.০২ শতাংশ, মেঘনা কনডেন্সড মিল্কের ৩.৯৬ শতাংশ ও এস.আলম কোল্ড রোল্ড স্টিলের ৩.৫৩ শতাংশ দর কমেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন