ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ২:৪৫ অপরাহ্ন

ঈদে পুঁজিবাজার বন্ধ ৯ দিন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে টানা নয় দিনের ছুটিতে যাচ্ছে দেশের পুঁজিবাজার।আগামী ৩০ মার্চ, রবিবার থেকে ৩ এপ্রিল, বৃহস্পতিবার পরযন্ত বন্ধ থাকবে দেশের পুঁজিবাজার।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আগামী ৩ এপ্রিল, বৃহস্পতিবার সরকারী ছুটি ঘোষণা করায় ঈদের ছুটি একদিন বৃদ্ধি পেয়েছে। এদিকে ঈদের ছুটি শুরু হচ্ছে আগামী ২৮ মার্চ, শুক্রবার থেকেই। আগামী শুক্র ও শনিবার (২৮ ও ২৯ মার্চ) সাপ্তাহিক ছুটি । আর ৩০ মার্চ থেকে ৩ এপ্রিল পরযন্ত ঈদের ছুটি। আবার পরের শুক্র ও শনিবার (৪ ও ৫ এপ্রিল) সাপ্তাহিক ছুটি হওয়ায় সবমিলে টানা ৯ দিনের ছুটি পাচ্ছে পুঁজিবাজার।

ডিএসই আরও জানায়, আগামী ৬ এপ্রিল থেকে সকাল ১০টায় পুঁজিবাজারে লেনদেন শুরু হবে। আর চলবে দুপুর ২টা ২০ মিনিট পরযন্ত।পোস্ট ক্লোজিং পিরিয়ড দুপুর ২টা ২০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পরযন্ত। ডিএসইর অফিস চলবে সকাল ৯ট থেকে বিকাল ৫টা পরযন্ত।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন