পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইলের পরিচালনা পর্ষদ প্যারামাউন্ট সোলার লিমিটেডে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি প্যারামাউন্ট সোলারের ২ কোটি ৮৯ লাখ ৯৯ হাজার ৯৯৯টি শেয়ারে বিনিয়োগ করবে। প্রতিটি শেয়ারের মূল্য ১০ টাকা। এই হিসাবে কোম্পানিটির প্যারামাউন্ট সোলারের শেয়ার কিনতে ২৮ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৯৯০ টাকা বিনিয়োগ করতে হবে।
প্যারামাউন্ট সোলারে বিনিয়োগের পর প্যারামাউন্ট টেক্সটাইল কোম্পানিটির ৯৯.৯৯ শতাংশ বা ২ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৯৯৯টি শেয়ারের মালিক হবে।
