ঢাকা, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫, ৬:৪৩ অপরাহ্ন

প্রযুক্তির ইতিহাসে সবচেয়ে বড় অধিগ্রহণ চুক্তি গুগলের

সূত্র জানায়, গুগল গত জুলাইয়ে প্রাথমিকভাবে দুই হাজার ৩০০ কোটি ডলারের প্রস্তাব দেয়, যা পরে বাড়িয়ে তিন হাজার ২০০ কোটিতে উন্নীত করা হয়।

তিন হাজার ২০০ কোটি ডলারে ক্লাউড ও সাইবার নিরাপত্তা সেবা প্রদানকারী শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান উইজ কেনার কথা জানিয়েছে গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেট। গুগলের বিশাল চুক্তিটি প্রযুক্তির ইতিহাসে চেয়ে বড় অধিগ্রহণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। কোম্পানিটি জানিয়েছে, এ পদক্ষেপের মাধ্যমে ক্লাউড পরিষেবাকে আরো নিরাপদ ও শক্তিশালী করতে চায় গুগল। খবর রয়টার্স।

২০২০ সালে প্রতিষ্ঠিত উইজ অল্প সময়েই পরিচিত হয়ে ওঠে ক্লাউড-নেটিভ অ্যাপ্লিকেশন প্রোটেকশন প্ল্যাটফর্মের (সিএনএপিপি) জন্য। প্রযুক্তিটি বিভিন্ন ক্লাউড ব্যবস্থাপনায় সুরক্ষা ঝুঁকি, ত্রুটি এবং দুর্বলতা শনাক্ত করতে সংস্থাগুলোকে সহায়তা করে। এটি গুগলের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বড় চুক্তি। এটি ক্লাউড কম্পিউটিং বাজারে চলমান তীব্র প্রতিযোগিতাও তুলে ধরে, যেখানে গুগলের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী অ্যামাজন ওয়েব সার্ভিসেস ও মাইক্রোসফট অ্যাজুর।

প্রতিবেদনে বলা হয়েছে, এক বছর আগে উইজ অধিগ্রহণে গুগলের পরিকল্পনা ব্যর্থ হয়। তবে প্রায় দুই মাস আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ নেয়ার পর পরিস্থিতি পাল্টে যায়। তখন থেকেই চূড়ান্ত আলোচনায় গতি আসে ও শেষ পর্যন্ত একটি বিশাল চুক্তি সম্পন্ন হয়। সূত্র জানায়, গুগল গত জুলাইয়ে প্রাথমিকভাবে দুই হাজার ৩০০ কোটি ডলারের প্রস্তাব দেয়, যা পরে বাড়িয়ে তিন হাজার ২০০ কোটিতে উন্নীত করা হয়। চুক্তি ব্যর্থ হলে ক্ষতিপূরণ বাবদ ৩২০ কোটি ডলারের বেশি নির্ধারণ করা হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ