ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ২:৪৪ অপরাহ্ন

টপটেন গেইনারে ৯ মিউচ্যুয়াল ফান্ড

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (১৮ মার্চ)  লেনদেনে অংশ নেওয়া ১৮৬টি বা ৪৭  শতাংশ কোম্পানির দর বেড়েছে। আজ সবচেয়ে বেশি দর বেড়েছে মিউচ্যুয়াল ফান্ডের। এদিন টপটেন গেইনার তালিকার ১০টির মধ্যে ৯টিই মিউচ্যুয়াল ফান্ড।

আজ সবচেয়ে বেশি দর বেড়েছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের।এদিন ফান্ডটির দর ১ টাকা ৮০ পয়সা বা ৯.৮৯ শতাংশ বেড়েছে। ফা্ন্ডটি সর্বশেষ ২০ টাকা দরে লেনদেন হয়।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশনের দর বেড়েছে আগের দিনের তুলনায়  ২ টাকা ১০ পয়সা বা ৯.৪২ শতাংশ।

আর ৩০ পয়সা বা ৯.৩৮ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ডের ৯.৩০ শতাংশ, এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ডের ৮.৮৮ শতাংশ, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৮.১০ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৮.০৬ শতাংশ, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৭.৮৯ শতাংশ, জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান ৬.৬৬ শতাংশ ও আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৬.৬৬ শতাংশ দর বেড়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন