ঢাকা, বুধবার, ৬ অগাস্ট ২০২৫, ৪:৫৭ পূর্বাহ্ন

ন্যাশনাল ব্যাংকসহ দরপতনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার  ২২১টি বা ৫৬  শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ শেয়ারটির দর ২০ পয়সা বা ৪.৫৫ শতাংশ কমেছে। এদিন ডিএসইতে শেয়ারটি সর্বশেষ ৪ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রবি আজিয়াটা পিএলসি। আজ কোম্পানিটির দর  ১ টাকা ৯০  পয়সা  বা ৬.৭৬ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২৬ টাকা ২০  দরে লেনদেন হয়।

দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসি। আজ শেয়ারটির দর ৫ টাকা ৬০ পয়সা বা ৬.১৬ শতাংশ কমেছে।

দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৫.১২ শতাংশ, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৫ শতাংশ, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ড ৪.৪৪ শতাংশ, কাশেম ইন্ডাস্ট্রিজের ৪.৩৯ শতাংশ, সেনাকল্যাণ ইন্স্যুরেন্সের ৪.২৩ শতাংশ, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৩.৯৪ শতাংশ ও তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের ৩.৯৪ শতাংশ দর কমেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন