ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ৬:০৭ পূর্বাহ্ন

ডিএসইর বাজার মূলধন কমেছে সাড়ে ৬ হাজার কোটি টাকার

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)সব ধরনের মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে।সপ্তাহের ব্যবধানে ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে। তবে গত সপ্তাহে ডিএসইর বাজার মূলধন কমেছে প্রায় সাড়ে ৬ হাজার কোটি টাকার।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭৫ হাজার ৫৭০ কোটি ৬৪ লাখ টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৬ লাখ ৮২ হাজার ১৪৭ কোটি ৫৪ লাখ টাকা।সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে দশমিক ৯৬ শতাংশ বা ৬ হাজার ৫৭৬ কোটি ৯০ লাখ  টাকা।

এদিকে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিএসইর লেনদেনের পরিমাণ।

সপ্তাহজুড়ে ডিএসইতে ১ হাজার ৯৫৪ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৮১৩ কোটি ৪৯ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ১৪১ কোটি ১৮ লাখ  লাখ টাকার লেনদেন বেড়েছে।

এদিকে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিএসই মূল্য সূচক। ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ২১ দশমিক ৬৫ পয়েন্ট বা  দশমিক ৪২ শতাংশ বেড়ে ৫ হাজার ২২৫ পয়েন্টে অবস্থান করছে।

বাজারমূলধনের শীর্ষ৩০  কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ১১.৮৮ পয়েন্ট কমে ১ হাজার ৯০১ পয়েন্টে অবস্থান করছে।

সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিএসই এস বা শরীয়াহ সূচক। সূচকটি ৪ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬৫ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭৬টির, কমেছে ১৮৪টির এবং অপরবর্তিত রয়েছে ৩৪টির।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন