ঢাকা, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫, ৪:৫২ অপরাহ্ন

সামিট পাওয়ারসহ দরপতনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে মঙ্গলবার(ডিএসই)১৩৮টি বা ৩৪  শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে সামিট পাওয়ার লিমিটেডের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ শেয়ারটির দর ১ টাকা বা ৬.২৯ শতাংশ কমেছে। এদিন ডিএসইতে শেয়ারটি সর্বশেষ ১৪ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সাফকো স্পিনিং মিলস। আজ কোম্পানিটির দর ৮০ পয়সা  বা ৫.৯৭ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১২ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স লিমিটেড। আজ শেয়ারটির দর ২০ পয়সা বা ৫.৭১ শতাংশ কমেছে।

দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে হামিদ ফেব্রিক্সের ৪.৪৬ শতাংশ, ন্যাশনাল ব্যাংকের ৪.২৫ শতাংশ, ন্যাশনাল টি’র ৩.৯১ শতাংশ, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৩.৬০ শতাংশ,ভিএফএস থ্রেড ডাইংয়ের ৩.২৯ শতাংশ, আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৩.২২ শতাংশ ও এল.আরবি গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ডের ৩.১২ শতাংশ দর কমেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন