ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ৮:২১ অপরাহ্ন

বেশিরভাগ কোম্পানির দরপতন, লেনদেনে সামান্য উত্থান

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)মূল্য সূচকের কিছুটা উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির দরপতন হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন কিছুটা বেড়েছে।

বৃহস্পতিবার ডিএসইতে ৩৫৩ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়। আজ ডিএসইতে আগের দিন থেকে  ৩৪ কোটি ৮৩ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ৩১৮ কোটি ২০ লাখ টাকার।

সপ্তাহের শেষ কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২০৩ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক দশমিক ৮১   পয়েন্ট কমে ১  হাজার ৮৮৯ পয়েন্টে  অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়েছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৯টির, দর কমেছে ১৬৯টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৮৬টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৩ পয়েন্ট কমে ১৪ হাজার ৫০২ পয়েন্টে অবস্থা্ন করছে। সিএসইতে ৩ কোটি ৯ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন