ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ৩:৪৩ অপরাহ্ন

বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের অবরুদ্ধ করে বিক্ষোভ চলছে

পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও কমিশনারদের অবরুদ্ধ করে বিক্ষোভ চলছে সংস্থাটিতে।

বুধবার দুপুর ১টা থেকে বিক্ষোভ শুরু হয়ে, আগারগাঁওস্থ বিএসইসি ভবনের মূল ফটক তালাবদ্ধ করে দেওয়া হয়। এর ফলে বিএসইসির অফিসিয়াল কার্যক্রম বন্ধ হয়ে যায়। কর্মকর্তারা, বিশেষ করে বিএসইসি চেয়ারম্যান ও কমিশনারদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। এর মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় হলো, বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসর প্রদান।

কর্মকর্তারা জানাচ্ছেন, রাশেদ মাকসুদ কমিশনে দায়িত্ব নেওয়ার পর থেকেই শেয়ারবাজারের পতন অব্যাহত রয়েছে। গত বছরের আগস্টে, সাইফুর রহমানকে প্রথমে অফিসের কাজ থেকে সরিয়ে অন্য দায়িত্ব দেওয়া হয়েছিল, এবং পরে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। এতে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে।

এছাড়া, বিনিয়োগকারীরা বহুবার রাশেদ মাকসুদের পদত্যাগের দাবিতে আন্দোলন করেছেন, কিন্তু কোনো ফল পাওয়া যায়নি। তাদের মতে, কমিশনের কর্মকাণ্ডের ফলে দেশের শেয়ারবাজার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সাধারণ বিনিয়োগকারীরা অর্থনৈতিকভাবে দুর্বিষহ অবস্থায় পড়েছেন।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন