সদ্য সমাপ্ত ফেব্রুয়ারি মাসে পুঁজিবাজারে বিনিয়োগকারী বেড়েছে। ফেব্রুয়ারি মাসে পুঁজিবাজারে ১ হাজারের বেশি বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব বেড়েছে।
সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ফেব্রুয়ারি মাসের শেষ দিন (২৭ ফেব্রুয়ারি) পুঁজিবাজারে বিও হিসাব ছিল ১৬ লাখ ৮৬ হাজার ৬৩০টি। আর জানুয়ারি মাসের শেষ দিন (৩০ জানুয়ারি) বিও হিসাব ১৬ লাখ ৮৫ হাজার ৪১৩টিতে দাঁড়ায়। অর্থাৎ ফেব্রুয়ারি মাসে ১ হাজার ২১৭টি বিও হিসাব বেড়েছে।
ফেব্রুয়ারি মাসে পুরুষদের বিও ১ হাজার ১১১টি বেড়ে দাঁড়িয়েছে ১২ লাখ ৬৪ হাজার ৭১০টিতে। জানুয়ারি মাসের শেষ দিন পুরুষদের বিও হিসাব ছিল ১২ লাখ ৬৩ হাজার ৫৯৯টিতে।
আর ফেব্রুয়ারি মাসে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ৫৭টি বেড়ে চার লাখ ৪ হাজার ৩১০টিতে দাঁড়িয়েছে। জানুয়ারি মাসের শেষ দিন নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৪ লাখ ৪ হাজার ২৫৩টিতে।

ফেব্রুয়ারি মাসে কোম্পানি বিও হিসাব বেড়েছে ৪৯টি। আলোচ্য মাসের শেষ দিন কোম্পানি বিও হিসাব ছিল ১৭ হাজার ৬১০টিতে। আর জানুয়ারি মাসে দাঁড়িয়েছে ১৭ হাজার ৫৬১টিতে।
ফেব্রুয়ারি মাসে দেশে অবস্থানকারী বিনিয়োগকারীদে বিও হিসাব বেড়েছে। এর মাধ্যমে ফেব্রুয়ারি মাসের শেষ দিন দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ১৬ লাখ ২২ হাজার ৩৮৪টিতে। যা জানুয়ারি মাসের শেষ দিন ছিল ১৬ লাখ ২১ হাজার ১৯৪টিতে।
ফেব্রুয়ারি মাসে বিদেশে অবস্থানকারী বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ৪৬ হাজার ৬৩৬টিতে। জানুয়ারি মাসে বিদেশি বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৪৬ হাজার ৬৫৮টিতে। অর্থাৎ ফেব্রুয়ারি মাসে বিদেশি বিনিয়োগকারীদের বিও কমেছে ২২টি।