ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ২:৩৩ পূর্বাহ্ন

টিকা নিয়ে বিশ্বজুড়ে তোড়জোড়

চলমান বৈশ্বিক প্রাণঘাতী করোনা মহামারি মোকাবিলায় পুরো বিশ্ব একটি কার্যকর ও নিরাপদ টিকার প্রত্যাশা করছে। এই টিকা পেতে বিশ্বজুড়ে তোড়জোড়ও শুরু হয়েছে। ইতোমধ্যে বিশ্বের কিছু দেশে টিকা দেওয়া শুরু হয়েছে। অপেক্ষায় রয়েছে আরও কিছু দেশ।

জানা যায়, জানুয়ারিতে বাংলাদেশ, ভারত ও চীনে করোনার টিকা পাওয়া যেতে পারে। সেভাবেই প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ।

এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেন, ‘জানুয়ারি মাসের মাঝামাঝি বা শেষ নাগাদ বাংলাদেশে পৌঁছাবে অক্সফোর্ডের টিকা৷’

এদিকে ভারতে আগামী বছরের জানুয়ারিতে করোনাভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হতে পারে। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে বিবিসি। আর দেশটি টিকা অনুমোদনের জন্য ইতোমধ্যে দুটি কোম্পানি আবেদন করেছে। তবে ক্লিনিক্যাল ট্রায়ালের বিভিন্ন পর্যায়ে রয়েছে আরও ছয়টি সম্ভাব্য টিকা। কিন্তু আগামী কয়েক সপ্তাহের মধ্যে কয়েকটি টিকা জরুরি ব্যবহারের জন্য অনুমোদন পেতে যাচ্ছে বলেও জানিয়েছেন ভারতীয় কর্মকর্তারা।

অন্যদিকে চীন গণহারে টিকা দিতে চায়। তবে করোনাভাইরাসের উৎস এই দেশটি টিকার আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো দেয়নি। কিন্তু আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তায় তারা এ কার্যক্রম শুরু করতে যাচ্ছে। আর পরিকল্পনা অনুযায়ী সাধারণ মানুষকে গণহারে টিকা দিতে চায় দেশটি। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশ থেকে টিকার কার্যক্রম শুরু করবে।

শুক্রবার চ্যানেল নিউজ এশিয়ার (সিএনএ) অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। দেশটির স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, আগামী বছরের শুরুতেই সাধারণ মানুষকে করোনার টিকা গণহারে দেয়া হবে।

এই ভাইরাসটিতে সবচেয়ে বেশি ধুকছে মার্কিন যুক্তরাষ্ট্র। যেখানে কার্যকরি ভ্যাকসিনের অভাবে এখনও প্রতিদিন তিন হাজারের বেশি মানুষের প্রাণহানির পাশাপাশি আক্রান্ত হচ্ছে কয়েক লাখ মার্কিনী। এই অবস্থায় ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত করোনা টিকা অনুমোদনের পর এবার মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মডার্নার আবিষ্কৃত টিকারও অনুমোদন দিতে যাচ্ছে দেশটি। ইতোমধ্যে জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে আমেরিকার সরকারি উপদেষ্টা প্যানেল। এখন শুধুমাত্র আনুষ্ঠানিকতা বাকি।

বিবিসির খবরে বলা হয়েছে, চলতি মাসের শেষের দিকেই মডার্নার এই টিকার প্রয়োগ শুরু হতে পারে। এর আগে মডার্না তাদের এ টিকার কার্যকারিতা ৯৪ শতাংশ বলে দাবি করে। অনুমোদনের পর মার্কিন প্রতিষ্ঠানটি থেকে ২০০ মিলিয়ন ডোজ টিকা কিনছে ট্রাম্প সরকার।

এদিকে গত ৫ ডিসেম্বর মস্কোর বাসিন্দাদের কোভিড-১৯ টিকা দিতে শুরু করেছে রাশিয়া। টিকাটির নির্মাতারা বলছেন, এটি ৯৫ শতাংশ কার্যকরী এবং বড় ধরণের কোন পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করে না। তবে এখনো টিকাটির গণ-পরীক্ষার কার্যক্রম শেষ হয়নি।

অন্যদিকে, জার্মানিতে আগামী ২৭ ডিসেম্বর করোনার টিকা দেওয়া শুরু হতে পারে। দেশটিতে শুরুতে প্রবীণ নিবাসের বাসিন্দারা এই টিকা পাবেন। গত বুধবার জার্মানির স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পান এ-সংক্রান্ত ঘোষণা দেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ