ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ৭:৩৫ পূর্বাহ্ন

ওরিয়ন ইনফিউশনসহ লেনদেনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। কোম্পানিটির আজ  ১৯ কোটি ৫৯ লাখ  টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৪ হাজার ১৪০ বার হাতবদল হয়েছে।


লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বসুন্ধরা পেপার মিল লিমিটেড। কোম্পানিটির ৩ হাজার ২০৮ বারে ১১ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

মিডল্যান্ড ব্যাংক ১১ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর পেপার প্রসেসিংয়ের ৯ কোটি ৯৬ লাখ, অগ্নি সিস্টেমসের ৯ কোটি ৯ লাখ, শাইনপুকুর সিরামিকসের ৮ কোটি ৯৫ লাখ, আইএফআইসি ব্যাংকের  ৮ কোটি ২৮ লাখ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ৭ কোটি ৫৭ লাখ, কাট্টালি টেক্সটাইলের ৭ কোটি ৩৬ লাখ ও ফু-ওয়াং ফুডের ৬ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন