সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে আজ ডিএসইতে বেশিরভাগ কোম্পানির দর বেড়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে।
বৃহস্পতিবার ডিএসইতে ৪৮৭ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়। আজ ডিএসইতে আগের দিন থেকে ২৪ কোটি ৪৬ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ৪৬৩ কোটি ৩৯ লাখ টাকার।

সপ্তাহের শেষ কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৬ পয়েন্ট কমে ৫ হাজার ২৪৭ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ২০ পয়েন্ট কমে ১ হাজার ৯০৫ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট কমেছে।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৩টির, দর কমেছে ১৩৩টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৭৩টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৫০ পয়েন্ট কমে ১৪ হাজার ৬৩৩ পয়েন্টে অবস্থা্ন করছে। সিএসইতে ১০৩ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
