ঢাকা, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১:১৪ পূর্বাহ্ন

রিয়েলমির ফোন বিস্ফোরণের অভিযোগ

সাভারের আশুলিয়া মোবাইল ফোন কোম্পানি রিয়েলমির ফোন বিস্ফোরণের অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) আশুলিয়ার জিরানি বাজারের আরএস প্লাজায় এ ঘটনা ঘটেছে। রিয়েলমি কোম্পানির ‘রিয়েলমি ফাইভ আই’ মডেলের ফোন বিস্ফোরিত হয়েছে।

জানা গেছে, রিয়েলমি ফাইভ আই ফোন সম্পর্কিত অভিযোগ নিয়ে আর এস প্লাজার একটি দোকানে আসেন গ্রাহক। এরপর ফোন চার্জে বসানোর পর বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ব্যাপারে জানতে চাইলে রিয়েলমির প্রজেক্ট ম্যানেজার নাবিল ইকবালের ফোনে একাধিকার কল করা হলেও তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।

প্রসঙ্গত, এর আগেও কয়েকবার রিয়েলমির ফোন বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়া ব্যাটারি সম্পর্কিত কারণে জনপ্রিয় স্মার্টফোন কোম্পানি স্যামসাং এবং শাওমির বহু ফোন ফেটে যাওয়ার ঘটনা ঘটেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ