ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার একদিনে সর্বোচ্চ হাতবদল হয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেডের শেয়ারে। আজ কোম্পানিটি ৫ হাজার ১১০ বারে ৫ লাখ ৬৮ হাজার ৪১টি শেয়ার হাতবদল করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি আজ ২২ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হওয়া ওরিয়ন ইনফিউশন রবিবার দর বৃদ্ধি পেয়েছে। আজ শেয়ারটির দর ১৬ টাকা ৯০ পয়সা বা ৪ দশমিক ৪.৪৯ শতাংশ বেড়েছে। আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৯৩ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন দর ২১৭ টাকা ২০ পয়সা আর সর্বোচ্চ দর ছিল ৭০৩ টাকা।
এ ক্যাটাগরির ওরিয়ন ইনফিউশন ১৯৯৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ৩০ জুন,২০২৪ সমাপ্ত হিসাববছরে কোম্পানিটি ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
